Customer Help

যদি আপনার কোনো অভিযোগ, পরামর্শ বা জিজ্ঞাসা থাকে, আমাদের স্টাফদের যেকোনো সময় জানান — তারা দ্রুত সহায়তা করবে। আপনি চাইলে আমাদের ফিডব্যাক বুক, ফোন নম্বর, অথবা সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আমরা সব ধরনের গ্রাহক প্রতিক্রিয়া মনোযোগসহকারে গ্রহণ করি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেই। আমাদের লক্ষ্য হলো — প্রতিটি গ্রাহক যেন ZahMon Café থেকে হাসিমুখে বের হন।