আমাদের রেস্টুরেন্টে সকল অতিথিকে আন্তরিকভাবে স্বাগতম। বড় গ্রুপ বা সপ্তাহান্তে আসার আগে টেবিল রিজার্ভ করে আসা উত্তম, কারণ রিজার্ভকৃত টেবিল নির্ধারিত সময়ের পর ১৫ মিনিট পর্যন্ত সংরক্ষিত থাকে। খাবারের সমস্ত দাম ভ্যাট ও সার্ভিস চার্জসহ নির্ধারিত এবং বিল অবশ্যই রেস্টুরেন্ট ত্যাগের আগে পরিশোধ করতে হবে। আমরা নগদ, মোবাইল ব্যাংকিং ও কার্ড পেমেন্ট গ্রহণ করি।
বাইরের কোনো খাবার বা পানীয় আনা অনুমোদিত নয়। গ্রাহকের কোনো খাদ্য অ্যালার্জি বা বিশেষ খাদ্য চাহিদা থাকলে অর্ডার দেওয়ার সময় আমাদের স্টাফকে জানানো অনুরোধ করা হচ্ছে। টেকঅ্যাওয়ে ও হোম ডেলিভারি সুবিধা রয়েছে, প্রয়োজনে চার্জ প্রযোজ্য হতে পারে।
সব অতিথিকে অনুরোধ করা হচ্ছে যেন অন্য গ্রাহক ও কর্মীদের প্রতি ভদ্র আচরণ বজায় রাখেন। কেউ অনুপযুক্ত আচরণ করলে ম্যানেজমেন্ট প্রয়োজন অনুযায়ী সেবা দিতে অস্বীকৃতি জানাতে পারে।
পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। দয়া করে খাবারের আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন। ধূমপান শুধুমাত্র নির্দিষ্ট স্থানে করা যাবে। শিশুদের নিরাপত্তার জন্য তাদের অভিভাবক বা অভিভাবিকার তত্ত্বাবধানে রাখা বাধ্যতামূলক। ব্যক্তিগত সামগ্রীর ক্ষতি বা হারানোর দায় রেস্টুরেন্ট বহন করবে না।
Copyright ©2026 Flavour Fiesta Developed by: Smart Software Ltd